জীবনের প্রতিক্ষণ যেন ফ্রেমে বাঁধা ফটোগ্রাফ,
কিছু যেন সাদা-কালো, কিছু যেন মনোগ্রাফ।
অলসের দিনগুনা হয় যেন অবশেষ,
জীবনের পাড়ে বসে একা থাকে অনিমেষ।
জীবনের কাছে আছে কিছু পাওয়া অটোগ্রাফ,
কিছু পাবো ভালোবেসে, কিছু পাবো ছকগ্রাফ।
জীবনের চোরাবালি পথে থাকা পথিকের,
বেঁচে থাকা হাসিরাশে রথে থাকা সময়ের।
জীবনের আশাঘন আকাশের আলোতে,
চলি রোজ পদাঘাতে কাছে পেতে ভাষাতে।