৮ই ফাল্গুন দিয়েছে
আমায় বাংলা মায়ের বুলি,
৮ই ফাল্গুন কেড়েছে
আমার সাহসী ভাইয়ের খুলি।
৮ই ফাল্গুন পূরণ করেছে
ভাষার হাহাকার,
৮ই ফাল্গুন হরণ করেছে
দামাল ভাইয়ের হুংকার।

৮ই ফাল্গুন শিমুলের ডালে নয়,
৮ই ফাল্গুন তরুনীর হাতে নয়।
৮ই ফাল্গুন ভাষার ডালে হয়,
৮ই ফাল্গুন মায়ের বোলে বয়।

৮ই ফাল্গুন ইচ্ছে ভাষার জয়গান,
৮ই ফাল্গুন ছন্দ গড়ার শক্তিবাণ।
৮ই ফাল্গুন ভাষা প্রেমের আলিঙ্গন,
৮ই ফাল্গুন মুক্ত ভাষার উত্তপ্ত প্রাঙ্গন।