অচেনা পথে হেঁটে যদি হারিয়ে যাই,
তবে অচেনা ভাষায় বলে কি ছন্দ পাই?
অচেনা ভাষা থেকে সেদিন হয়েছে মুক্তি,
সাহসী ভাইয়ের রক্তের গেঁথেছে বাংলা ভক্তি।
আমি আজ উচ্ছাসের গর্জন বাংলায় করি,
আমি আজ বিশ্বাসের অর্জন বাংলায় গড়ি।
আমার কাব্যের আর্তনাদ আজ বাংলার শব্দ,
আমার ইচ্ছের প্রার্থনাদ আজ বাংলায় জব্দ।
রক্তের লাল ফোঁটায় পেয়েছি বাংলা এই মাসে,
বাংলা আমার একদিনের নয় মিশে আছে নিঃশ্বাসে।
আমি আজ ধন্য বাংলার সেই সাহসী ভাইয়ের জন্য,
অচেনা ভাষায় ডুবিয়ে রাখোনি অচিন কাব্যের জন্য।
ফেব্রুয়ারি দিয়েছে ভাষা অনাবিল বাংলার অধিকার,
ফেব্রুয়ারি এনেছে মায়ের বুলি বাংলার স্বাধিকার।