ইতিহাসের লেখায় লেখায় ভালোবাসা থাকে,
ইতিহাসের পাতায় পাতায় প্রেয়সী চোখ ডাকে।
ইতিহাসের ইতি কথায় নীতি ভরা শাখে,
ইতিহাসের গীত মালায় ভীতি ধরে রাখে।
ইতিহাসের প্রাতঃরাশে প্রেয়সীটা নেই,
ইতিহাসের নাভিশ্বাসে প্রেয়সীটা সেই।
ইতিহাসের নীতিটানে ইচ্ছে হারাই সই,
ইতিহাসের বিষবানে প্রেম হারিয়েছি কই?
ইচ্ছে আমার ইতিহাস গগনজুড়ে ঠাঁই,
মন আমার প্রেমিকা গীতসুরের সাঁই।