এখনো বৃষ্টি ঝরে পথ-ঘাট রাস্তায়,
এখনো বৃষ্টি ঝরে মন-রথ আঙ্গিনায়।
এখনো বৃষ্টি ভরে নদী জলাধার কানায় কানায়,
এখনো বৃষ্টি ভরে কবিতা সুরাধার কোনায় কোনায়।
এখনো বৃষ্টি অবিরত ইচ্ছের আকাশ ছুঁয়ে যায়,
এখনো বৃষ্টি অবিরত মনের শাখা ধুয়ে ধায়।
এখনো বৃষ্টি শিহরিত করে সবুজ শাখায়,
এখনো বৃষ্টি শিহরিত করে তোমায় আমায়।
এখনো বৃষ্টি দেয় কান পাতা ছন্দ চয়ন,
এখনো বৃষ্টি দেয় মন পাতা দ্বন্দ্ব স্বপন।