কালের রাত্রি জুড়ে ভাষা ক্লান্ত বিরাজ,
সুখের রাত্রি নীড়ে আশা ভ্রান্ত নটরাজ।
ইচ্ছে দাবানল বইছে ছুটে,
আমি তুই আজও রইছি বাটে।
একে একে বাধা পথ দিচ্ছি পাড়ি,
তুই আমি চল গড়বো বাড়ি।
আশাহত দোলাচল সুখেরই আশায়,
আমি হতে চাই নীলাচল দুখেরই ভাষায়।
আয় তরনী বাইতে থাকি,
ইচ্ছে হলেই তীরেতে ডাকি।
এমন করে যায় না বাওয়া ছন্দ ভেলা,
ইচ্ছে মতন হয় না গড়া কাব্য খেলা।