চাহনী দিয়ে যে জমাট বাঁধায়
আছি বসে আজ তার আশাতে,
চাহনী নিয়ে যে পলক খেলায়
আছি চেয়ে আজও তার পথেতে।
ওগো বলো কেমনে দেবে ধরা?
কেমনে পাবো যে তোমারে?
কোন সে পথের সবুজ ছুঁবে?
কোন আকাশের রঙে ডুবে রবে?
আজ পাথরের মতন যেন হচ্ছে হৃদয়টা,
আজ পাহাড়ের মতন যেন হচ্ছে সময়টা।