তোমার নিরবতা ঘিরেই আমি নিরব হবো,
তোমার নিরবতা মাঝেই আমি একা হবো।
তুমি নিরবতার রাজত্ব দিয়েই করেছ শাসন,
তুমি নিরবতার দাসত্ব দিয়েই বেঁধেছ আসন।
তোমায় হারাবার পথের পথিক করেছ আমায়,
তোমায় ফেরাবার পথের সাহস দাওনি আমায়।
তুমি যন্ত্রের কাঁধে রেখেছ আমার অনুভূতি,
তুমি মন্ত্রের ফাঁদে হারিয়েছ আমার আকুতি।
তোমায় ডেকে ডেকে চিত্ত হলো আজ ভৃত্য,
তোমায় দেখে দেখে উন্মত্ত হলো আজ নৃত্য।