ফুল নিবে কেউ ফুল?
যে ফুলের মাঝে সৌরভ আছে,
যে ফুলের মাঝে আবেগ আছে।
যেই ফুলেতে মনের কথা লুকানো,
যেই ফুলেতে প্রাণের ব্যথা শুকানো।
ফুল দিবে কেউ ফুল?
যে ফুলের ভাঁজে অশ্রু মালা গাঁথা,
যে ফুলের সাজে প্রেমের বুনন কাঁথা।
যেই ফুলেতে ছুঁয়ে দেখার ব্যাকুলতা,
যেই ফুলেতে বেঁধে রাখার আকুলতা।
ফুল নিবে না ফুল দিবে না কেউ,
এমনি করেই কাটবে জীবন ঢেউ।
এমনি যাবে প্রহরগুলো ফুল শুকিয়ে ঝরে,
আবেগ ভরা ক্ষণগুলো তাই হাহাকারে ভরে।