গ্রীষ্মের দুপুরের ক্লান্তি রোধন ছায়ার মতন
জীবনের ক্লান্তি রোধনে রয়েছে আমার “মা”
বর্ষণ সন্ধ্যার অনুভূতি প্লাবনের ক্ষণের মতন
সুখ-দুঃখের প্লাবনের সাথী হয়ে আছে “মা”
শরতের বিকেলের মন ছোঁয়া মেঘের মতন
সারাবেলা মন ছুঁয়ে জড়িয়ে থাকে “মা”
পাকা ধানের হাসির দোলায় হারানোর মতন
হৃদয়ের গোপন হাসিতে মিশে থাকে “মা”
রৌদ্রমাখা শীতের সকালে পরশ জাগানোর মতন
স্বপ্ন-জাগরনের পাশে সঙ্গী বসে আছে “মা”
নবপাতার সবুজে চোখ ধাঁধানো বৃক্ষের মতন
প্রতিটি ক্ষণে পরাণটারে বাঁচিয়ে রাখে “মা”
অতুলনীয় ভূবনসেরা বন্ধু হবার যোগ্যই আমার “মা”