ভীরু পায়ে ছুটে চলা জীবনেরই পথে,
ভীরু চোখে চেয়ে থাকি তোমারই সাথে,
ভীরু ভীরু লগনে কাটছে অসম সময়,
ভীরু ভীরু স্বপনে জাগছে ইচ্ছে প্রলয়।
ভীরুতা কেটে ভোর হবেই একদিন,
ভীরুতা ভেঙ্গে কাছে আসবেই সুদিন।
ভীরুতা ঠেলে বলবোই আজও ভালোবাসি,
ভীরুতা দলে বলবোই আমিই মনের চাষী।
ভীরুতা ভীরু ঘিরেই জীবনের জ্বালাতন,
ভীরুতা ভীরু চিড়েই আসবে আশাধন।