মুসাফিরখানা
এই ধরণী সবার কাছে সরাইখানা,
কিন্তু আসলে তাহা মুসাফিরখানা।
এই জগতে মোরা মুসাফির রাজা,
গুছিয়ে নিতে হবে মুনাফার বোঝা।
তারপরও মোরা ভূলে যাই সবি,
রাত শেষে মোরা ভালোবাসি রবি।
রবির আলোয় ধন-সম্পদ খুঁজি,
খুঁজি না কেহ অমরকালের পুঁজি।
মুসাফিরের পথ ফুরাবে যেদিন,
কেঁদেও তখন মিলবে না সুদিন।
সময় থাকতে হয়ে নাও মুসাফির,
বিবেকের কথায় করে যাও যিকির।
বিবেকের বোঝা অসীম কর,
রঙ্গভবের লীলা সাঙ্গ কর।
মুক্তি মিলুক অমরকালের,
ভক্তি মিলুক স্মরণকালের।
Share This Story, Choose Your Platform!